শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

চেতনা বহির্ভূত ক্যাকটাস

মাসুদ চয়ন
  ১৮ অক্টোবর ২০২৪, ০০:০০
চেতনা বহির্ভূত ক্যাকটাস

নিঃশব্দ রাতে পেখম মেলেছে রুঢ় অন্ধকার-

ডাকছে কাক ঝাঁকের মতো কর্কশ শব্দে;

কর্মব্যস্ত যাপনের জমে ওঠা কলঙ্কগুলো বিদঘুটে বিচ্ছুর মতো

\হকিলবিলিয়ে হাঁটছে মস্তিষ্ক করোটির রন্ধ্রে রন্ধ্রে,

আগন্তুক আক্ষেপ মুছে দিতে অগ্নি উনুনে ঝাঁপিয়ে পড়া,

জ্বলে পুড়ে সাতরাচ্ছিই-

লুপ্ততায় নীল হয়ে যাচ্ছে স্বপ্নগুলো-

ক্ষয়ে যাচ্ছে হৃৎপিন্ডর স্পর্শকাতর দিগন্ত;

জমকালো ছাই রং পেয়েছে মানবিক চৈতন্য-

আমি আজ চেতনাবহির্ভূত ক্যাকটাস!

কলঙ্কমুক্ত হতে কত ট্রিলিয়ন আলোক বর্ষ পেরুবে জানি না!

জ্বলছি অসীম আয়ু প্রাপ্ত নির্জন নক্ষত্রের মতো-

অতি ক্ষীণ পথ পরিক্রমা নাব্যতা চেয়েছিল!

চেয়েছিল ব্যথাবোধ গেথে শিল্প রেণু ফলাতে-

কোটি অপ্রাপ্তির ভিড়ে পিষে যাওয়া ক্যাকটাস যদিও,

এক বিন্দু প্রশান্তি দিতে পারো কবিতা!

ঋণী রবো অনন্তে আজন্ম...

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে