শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

নীলাদ্রি

নিশাত ফাতেমা
  ১৮ অক্টোবর ২০২৪, ০০:০০
নীলাদ্রি

নীলাদ্রি

তুমি বিশাল, অপূর্ব

যুগের পর যুগ এই ধরায়

বেঁচে থাকবে চিরন্তন।

তোমায় দর্শনে মুগ্ধ

প্রেমে পড়ে গেলাম

তুমি মানে দিগন্ত মাতাল

ঝকঝকে শ্যামল রোদ

তুমি অপরূপা কত রূপে রূপায়িত

তোমার পাশে যেতেই

মন আলুথালু হয়ে গেল।

তুমি ঈশারায় বললে কেমন আছ নীলা?

আমি বিড়বিড় করে বললাম;

ভালো ছিলাম না!

খুবই তৃষ্ণার্ত ছিলাম

তোমায় দেখে তৃষ্ণা থেমে গেছে!

কী মধুর সম্পর্ক শ্যাওলার

সূর্যের আভায় তোমার হাসি

মুক্তার মতো ঝিকমিক করছে।

আমি কল্পশক্তিতে রন্ধ্রে রন্ধ্রে

সাঁতার কাটছি তুমি বললে;

এসো আমার কাছে।

এক ঝাঁক বুনো হাঁস

ব্যাকুল ভাবে তোমার বুকে

প্রেম অনুনয় করছে

আমি বললাম এসো;

এই জলে তৃষ্ণা নিবারণ কর!

ওরা নেমে পড়ল,

আমিও লোভ সামলাতে পারিনি

তোমার জলে পা রাখলাম

ছোট ছোট পাথরগুলি আমার পায়ে সুড়সুড়ি দিল।

হাতের স্পর্শ করতে বললে

পান কর আমার জল

আমি করিনি

যদি তৃষ্ণা মিটে যায়

আর আসবো না

আমি বারবার তোমার কাছে

আসতে চাই।

বারবার আসবো তোমার কাছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে