মধুশ্রীকেই বলছি আমি

প্রকাশ | ১৮ অক্টোবর ২০২৪, ০০:০০

জহীর হায়দার
নীরব নিশ্চুপ ওই যে মিলিত যৌবনের আলোকিত ওই জলেরা কত সুন্দর... দেখো তুমি, এই যে তাকিয়ে দেখো তুমি মধুশ্রী, হঁ্যা মধুশ্রী, হঁ্যা অদ্ভুত রহস্যের স্বপ্নমুখর ওই চোখ দু'টো মেলে যদি একবার তুমি দেখতে.... ২. আর, তখনো নদীটি আসল পরিচয় তার দেয়নি আমাকে : তবে হঁ্যা, নিরিবিলি জেনেছি এটুকুই শুধু : সোনা ঝরা সঙ্গীতের পাগল ওই নদীটি খুব সুখের একটি নদী...