ভালোবাসার অভাবে মুখটা শুকিয়ে গেছে।
তৎক্ষণাৎ পাঠিয়ে দিলে জাহাজভর্তি চুম্বন।
তেল মালিশের মতো সারা গায়ে মেখে নিয়ে দেখি
শক্ত লাগে নরম চামড়া।
সুখের অভাবে জীবনটা বরবাদ।
তৎক্ষণাৎ পাঠিয়ে দিলে কার্গোভর্তি টাকা।
দুর্নীতিবাজের মতো পাহাড় সমান সম্পদ গড়তে গিয়ে দেখি
টাকার অনেক নিচে মুমূর্ষু জীবন।
আর কোনো দিন অভাবের কথা বলিনি তোমাকে।
ভালোবাসা আর সুখ ছাড়াও কত কত অভাব
আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রয়েছে।
পা দিয়ে মাড়িয়ে যাচ্ছি ভয়ানক জেনে।
\হদুটি কবিতা পাঠালাম। বিবেচনা করে দেখবেন।