আমরা ক'জন একসাথে আকাশ দেখতে
চেয়েছিলাম, বিকালের মনোরম দৃশ্যাবলি
দেখে আঁকতে চেয়েছিলাম অন্তর্বর্তী সকাল
সাদাকালো মেঘ, উড়াল পাখি,পরিযায়ী প্রেম
মেঘবতী মন সবমিলে একটা অনন্য গল্পগাথা
রচনা করতে চেয়েছিলাম আমাদের আয়োজনে
ঠিকঠাক মতো সাড়ম্বরে চলছিল সবকিছু
মাঝখানে একজন জানালো তার স্ত্রী অসুস্থ
আরেকজন বললো তার মামাতো বোনের বিয়ে
আরেকজন জানালো তার শরীর ম্যাচম্যাচ করে
আমাদের সাতজনের সাত কাহন শুরু হয়ে গেল
তিন দিন পরে পলো দিয়ে মাছ ধরার উৎসব শুরু
পারে বসে চারজনকে মাছ শিকারে দেখলাম
একজন নিখোঁজ তখন রাজনীতির ঘোলাজলে
আরেকজন লালমাটিয়ায় জোছনা ধরতে ব্যস্ত
অথচ সেদিনেই আমাদের দূরবর্তী খোলা মাঠে
অবারিত নিবিড় আকাশ দেখার প্রোগ্রাম ছিল।
সম্মতি
১
তুমি চলে যাও দূরে যাও
দিগন্তে উড়াও তোমার স্বপ্নের প্রজাপতি
দূর থেকে দেখি চোখ মেলে থাকি
তাতেই আমার সহজাত বিনম্র সম্মতি।
২
এ যুদ্ধই শেষ নয়
এ যাত্রায় নেই কোনো বিরতি
আমিও থাকব সেদিন
নিশ্চিত জেনো আমার উপস্থিতি।
৩
লিখব আরও লিখব যত গল্প
বুকের আগুনে তা নয় অতি অল্প।
শিরোনাম
তোমার শিরোনামে আমার দুঃখেরা বসবাস করে
রক্তের সিক্ত লাভায় নতজানু হয় জীবনের গান
তোমার বারান্দায় আমার অনুরাগ প্রথম প্রেম
শর্তহীন বেদনায় দোল খায় রোদ-বৃষ্টি ঝড়ে
নির্জন ঘরে মৃত্তিকাঘুমে নুয়ে পড়ে অস্তমিত প্রহর
আমার স্বপ্নেগুলো দখলে নেয় রাত্রির শরীর
সমস্ত মগ্নতায় ভিড় করে বিষণ্ন রোদের পস্নাবন
প্রাগৈতিহাসিক নগরীর অন্ধকারে পথ খুঁজে
ক্লান্ত আশপাশে কেউ নেই বিজন প্রান্তরে শুধু একা
তোমার শিরোনামে আমার অবিরাম হেঁটে চলা।