তিনটি কবিতা

প্রকাশ | ১১ অক্টোবর ২০২৪, ০০:০০

সালাম সালেহ উদদীন
অন্ধকারময় ঘনসন্ধ্যা \হ জোছনাকবলিত রাতের জলাশয়ের মতো তোমার চোখ মিহি সুতোয় বোনা আমাদের আবেগ ভালোবাসা বিরহ প্রবল জলস্রোত থেকে জন্ম নেবে বিস্ময়মাখা জিজ্ঞাসা জীবনের উজ্জ্বল দিকচিহ্নগুলো দৃশ্যায়িত করতে পারিনি স্নিগ্ধ ও পলস্নবিত সুর লহরী হৃদয়ে দোলা দেয় সর্বক্ষণ নেশার গারদ ভেঙে চরম হিংস্রতায় গড়ে তোল স্বর্ণমিনার পরিত্যক্ত মরুভূমির মতো পড়ে আছে তোমার আক্ষেপ ধূসর বনভূমি জুড়ে নামে সবচেয়ে অন্ধকারময় ঘনসন্ধ্যা নির্জন কুহক \হ বৃষ্টির ঝরার দিন শেষ হয়ে আসছে শেষ হয়ে আসছে হৃদয় ঝরার দিনও বাঁশির মগ্নতায় ডুবে যায় প্রকৃতির ঠোঁট বৃষ্টিবিলাসী জীবন খোঁজে বুনোবৃষ্টির প্রবাহ বৃষ্টিবীণায় যে সুর বাজে তা নির্জন কুহক উলস্নাসের উৎসবে যোগ দিয়ে একাকিত্ব খুঁজি বালিয়াড়ি ধস \হ শীতবাহার ছাড়াই এবার শীত আসছে ক্ষুধার শস্য পেটে নিয়ে তোমার কাছে যাই তোমার ভালোবাসার মতো আকাশ আজ বড় বেশি বাস্তব জলের অধিকার নিয়ে পথ চলি ঢেউ দোলানো জীবন বৃত্ত ঘিরে থাকে কেনো যে বুঝতে চাও ডুবো চরের রহস্য ভোরের রোদ মাথায় নিয়ে মাঠ হাসে সাগরজলে নেমেও ঠেকানো সম্ভব নয় বালিয়াড়ি ধস