বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১

ভালো শব্দটি বেদখল করল কে?

গোলাম রব্বানী
  ১১ অক্টোবর ২০২৪, ০০:০০
ভালো শব্দটি বেদখল করল কে?

জানো তো অক্সিজেন প্রদানকারী গাছটি কত অসুখী

সাগরের চেয়ে আরও বেশি, ঢেউ ভাঙা হৃদয়ে দু'কূল;

কারো ডাল ভাঙা, শাখাসমেত প্রশাখা, অথবা শিকড়হীন-

কারো বুকে নদী চর, তবুও সান্ত্বনার সমুদ্রে ঢেউ হাসি।

জন্মের বৈপরীত্যে মরণ আর মরণের সমার্থকে জন্ম

বেঁচে থাকা সজ্ঞানের তালা, অজ্ঞানেই কষ্টচাবি খোলা...

না থাকাতেই আনন্দ, ভয়ডরের নেই কোনো সম্ভাবনা

ঠিক যেন আলাভোলা, স্মৃতিভ্রষ্ট, মনে থাকা না থাকা

গোড়ায় গলদ রেখে, জলঘোলা করে আলোর সন্ধানে

নেমে আসা, যা তা স্বচ্ছ জলরাশির ঔপনিবেশিকতা

বৃক্ষের জন্ম জানি না, ছায়ার ছোঁয়াখানি নিই না

কিছু সংস্কার কিছু নমস্কার আমার জীবনেও মনে টানা না

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে