শত্রম্নবৃত্তান্ত

প্রকাশ | ১১ অক্টোবর ২০২৪, ০০:০০

হাসান নাজমুল
আমার শত্রম্নকে নিত্য মনে করি দশ কোটিবার, তার চোখ-মুখ-নাক-কান নয়ন নদীতে ভাসে; তার বিশ কোটিবার চাই অবসান; আমি দূর থেকে মনে মনে মাপি তার দেহের ওজন, শত্রম্নর গবেষণায় এতটা ভেবেছে কে কখন? যতটা ভাবছি আমি নিরালায়। কী খায় কী পরে কী করে নির্জন ঘরে রাস্তায় কখন আসে নিই তার খোঁজ, কতটুকু অর্জন করেছে জ্ঞান, নাকি গেছে মরে শুনি সমস্ত সংবাদ হররোজ; আমার শত্রম্নর সুর শুনি মৃদুমন্দ হাওয়ায়, অনন্তের আস্তানায় বসে লিখি মুখোমুখি হওয়ার গল্প চকচকে চেতনায় পুষি তাকে দুষি তাকে, নেব শোধ এই তো সংকল্প।