এ কী বাণী শুনি, ওহে দলপতি!
তব কণ্ঠ হতে, যে সুর ও বাণী তব পূর্বসূরি,
বারবার শতবার গেছে উচ্চারি!
মিথ্যার বেসাতি অতি, দুর্বিনীত পাপাচারী
আঁধারের রানি! উচ্চ মার্গের দুর্বৃত্ত,
দুর্নীতি অপশাসন, কুচক্রী, কালাকানুনে করে আয়না ঘর সৃষ্টি!
অত্যাচারী, নাহি যার, মানবিক গুণাবলি, পরশ্রীকাতর, হিংসায়
উন্মত্ত, অধীর ব্যাকুল রাগিনী, স্বৈরতন্ত্রী!!
সেই সে রক্ত পিপাসু, হাসতে হাসতে,
হাজার আদরের সন্তানের মস্তক-বক্ষে,
অকাতরে হানিয়াছে গুলি, সোনালি ভূমি,
হয়েছে নারকীয় মহাশ্মশান, অশান্ত মরুভুমি,
শুষ্ক প্রান্তর, নরনারী, গৃহবাসী,
করে হাহাকার! নির্লিপ্ত দানবী, সেই সে নারী!!
দুর্নীতির আঁতুড়ঘরে বসে
দুর্নীতি-জননী, হাঁকিলেন প্রহসন-বাণী!
'শূন্য-সহিষ্ণু' তিনি, তিনি দুর্নীতির রানি!
নিজ ভূমে নাহি ঠাঁই, পাচারকারী সে হাজার কোটি!!
ওহে দলপতি, ঘৃণা ভরে তাই স্মরি,
'শূন্য-সহিষ্ণু' ওই পুরনো বস্তা পচা বুলি!
\হদাও কিছু, নবীনের জন্য, নবসৃষ্টি!
অন্যায়,-অপশাসন, দুর্নীতি পদদলি!!
চাই নতুন কিছু যা কার্যকরী!