বাদলা দিনের গান
প্রকাশ | ১১ অক্টোবর ২০২৪, ০০:০০
শিল্পী নাজনীন
এই মাতাল হাওয়ায়
এই বাউল বরষায়
আমিও নদীর মতো জাগি
জল থৈ থৈ
দু'কূল পস্নাবনে ভাসে মনজ বসত
ভাসে সংস্কার-পাঁকে ডোবা প্রথাবন্দি মন
জলের ঘূর্ণি ডাকে, আয়
মেঘের ঊর্মি ডাকে আয়
আমারও ইচ্ছে ভীষণ
নদীর স্রোতসুরে বই
ঢেউয়ের ছন্দ শুধু হই
তোমাকে আকুল হয়ে ডাকি
ব্যাকুল বিরহে গান গাই
তোমাকে নিয়ে করি বর্ষাযাপন
বিরহ জাগানো এই বাউল বরষায়...