দূরে আছে ফোটা ফুল
প্রকাশ | ১১ অক্টোবর ২০২৪, ০০:০০
গাউসুর রহমান
যেতে চাই সামনের দিকে
আমার অচল ভায়োলিন নিয়ে
মাথার যত সব জটাজাল নিয়ে
স্পর্শযোগ্য কোনো অবয়ব আমার হাতের কাছে নেই
কাছাকাছি যারা তাদের সব ফুরিয়ে গেছে
কথাও ফুরিয়ে গেছে।
দূরে আছে ফোটা ফুল
ফুলের গন্ধে দূর হবে জীবনের ভুল।
জলের পরশে যাব দাবদাহে অতিষ্ঠ হয়ে
জোয়ার ভাটার খেলা নিয়ে,
এভাবেই একদিন পৌঁছে যাব
নদীর গহীনে মরু চরাচর বাদ দিয়ে।
এ রকম অনঙ্গ অস্তিত্বে আমি আর নেই
নামহীন গোত্রহীন জীবনে আমি আর নেই,
জীবনের শেষ পাদে এসেও নেই হিসাবপাতি
স্বর্গসুখেও আমি তাই নিমরাজী।