অন্ধ দাঁড়কাক
প্রকাশ | ১১ অক্টোবর ২০২৪, ০০:০০
রেজাউদ্দিন স্টালিন
শরৎ ভেঙে পড়ে আকাশে বাতাসে
ফুলে ওঠা গর্ভবতী মেঘে
চুমু খায় দীর্ঘ দেবদূত
দাগ লেগে থাকে হাঁসের শাখায়
ভেসে যায় বেনো জলে শাপলার
বিপণিবিতান
জোনাকির ডাকে বসে শারদীয় মেলা
কেনো কাশফুল ছিঁড়ে খায়
সরস্বতী নারী
খোঁপাদের প্রতিবাদ সম্মেলন
সভাপতি চাঁদ কেবলই তোতলায়
কথা বলে দু'একটি তারাবক
মেঘরানির সাদা চুল তুলে দেয়
মৃদু নীরবতা
ভোর আসে নওশা সাজিয়ে
শিশির শিক্ষা দেয় পৃথিবীর সব রং সাদা
এরপর হেমন্ত রাজের অভিষেক তারপর শীত
ঋতুরাজ বসন্ত এলেই অভিযোগ তুলে ধরে পুষ্পপ্রজাগণ
বর্ণবাদ ধ্বংস হোক
সাদা কালো কিছু নেই
জানালার জ্যামিতি সমান-
বর্ণবাদের বিভীষিকা শরতের
\হস্বৈরিণী স্বভাবে
বিক্ষুব্ধ ঘরবাড়ি দরোজা জানালায় কালো ব্যাজ
শরতের শাদাবর্ণ উপড়ে ফ্যালে
অন্ধ দাঁড়কাক