বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১

আবারও সেই নষ্ট রাতের চাঁদ

নাজমা বেগম নাজু
  ১১ অক্টোবর ২০২৪, ০০:০০
আবারও সেই নষ্ট রাতের চাঁদ

আবারও সেই নষ্ট রাতের চাঁদ,

বিষে ভরা ফুল,

পাতায় পাতায় রক্ত নহর

যুদ্ধ শেষের করুণ পোড়ামাটি...

রক্তে ভেজা আঁধার কালো

স্বজন আপন নীড়।

স্বজনবিহীন শূন্য ঘরের

মাতমটাকেও ছাড়িয়ে গেছে

যুদ্ধাহত আর্তনাদের গুমড়ে ওঠা

গোঙানি আর মরণ দীর্ঘশ্বাস।

সহস্র নয় এক অথবা দুই-

আরো অনেক

অনেক অনেক বেশি....

ভাবতে পারো যুদ্ধমাঠের পঙ্গু তরুণ ওরা

গুনে গুনে বাইশটি হাজার তবু

এই গননা হয়নি আজও শেষ।

চোখ হারানো ছয়শ' পঁচিশ,

শ'য়ের কাছাকাছি

চিরতরে অন্ধ কিশোর তরুণ যুবা ওরা।

বল ওদের কোথায় রাখি?

কোন হৃদয়ে জড়িয়ে নিয়ে

কোন অবেলায় অগোচরে কাঁদি।

কান্না শুনে থমকে যাবে

কেউ জানে না বিশ্বলোকের অনুকণায়

কোথায় আছে এমন স্বজন কেউ...

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে