বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১

বানভাসি

আফিফ জাহাঙ্গীর আলি
  ১১ অক্টোবর ২০২৪, ০০:০০
বানভাসি

ঈশান কোণে ঘনকালো মেঘ

নিত্যদিনের মতো ব্যস্ত শহর গ্রাম

আকাশ ভেঙে নামল বৃষ্টি

পানিতে টইটুম্বুর খাল-বিল নদী-নালা

দূর থেকে আসছে অজানা কল কল শব্দ

তখনি বুক ধরাস সন্ধ্যা নেমে এলো

অতপর রাত; তারপর ভোরে ঘুম ভাঙে

চারদিকে বাঁচানোর আর্তনাদ

এমন বন্যা আটাশির পর দেখেনি কেউ

তীব্র স্রোতে ঘোলাজলের পাহাড়ি ঢল

চোখের সামনে নিমিষেই তলিয়ে গেল,

কৃষকের স্বপ্ন শাক-সবজি আমন ধান

ভেসে যায় পুকুরের মাছ ঘরে ওঠে জল

উনুন জ্বলছে না সকাল-সন্ধ্যা

দিনকাটে অনাহারে-অর্ধাহারে

ঘরে নেই শুকনো খাবার

আমরা বন্যার্ত বানভাসি বাঁচতে চাই

এমন প্রবল স্রোতের আগ্রাসী বিধ্বংসী

প্রাণনাশী বন্যা আর যেন আসে না,

আমাদের ভিটেমাটি ফসলের মাঠে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে