জলসন্ত্রাস

প্রকাশ | ১১ অক্টোবর ২০২৪, ০০:০০

দ্বীপ সরকার
দক্ষিণ দিক থেকে ধেয়ে আসা জল নিরেন বাবুর মেয়েকে নিয়ে যাচ্ছে কোথায় নিস্কৃতির আড়ালে যা পরিষ্কার- তা অন্ধকারও বটে কখনোই যা দেখনি- দেখে নাও তবে অথচ সবাই জানে- বোঝে ভূয়সী আখেরে নগ্ন হতে হতে কেমন অসুন্দরকে মিটিয়ে নিচ্ছে হাতে হাতে আমরা জলের ভেতরে- জল করছে তাড়া আমাদের এতসব আক্ষেপ কোথায় তুলে রাখি বাহুডোরে বিঁধে আছে কাঁটা বৃক্ষের গা ঘেঁষে পার হচ্ছে নদী তলানি তার চমৎকার ফাটা কী দিয়ে বোঝাব- তুমি অতি নগ্ন নগ্ন হতে হতে কী আর থাকে অবশেষ?