উস্তাদ প্রকাশ বড়ুয়া শাস্ত্রীয় সঙ্গীতের উজ্জ্বল প্রতিভা

প্রকাশ | ১১ অক্টোবর ২০২৪, ০০:০০

বিপস্নব বড়ুয়া
শাস্ত্রীয় সঙ্গীতের এক উজ্জ্বল খ্যাতিমান শিল্পী উস্তাদ প্রকাশ কান্তি বড়ুয়া। দুই বাংলাজুড়ে যার রয়েছে অজস্র্র ভক্ত, শিক্ষার্থী। যিনি শাস্ত্রীয় সঙ্গীত সাধনার মধ্যে দিয়ে জীবন কাটিয়েছেন। গেয়েছেন রবীন্দ্র, নজরুল, গজল, ভজন ও আধুনিক ঘরানার গান। শাস্ত্রীয় সঙ্গীতের ধারাকে অক্ষুণ্ন্ন রাখতে অবিরাম ত্যাগ স্বীকার করেছেন। বাংলাদেশ বেতার-টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী, সুরকার ও সঙ্গীত পরিচালক উস্তাদ প্রকাশ কান্তি বড়ুয়া'র শৈশব, কৈশোর, তারুণ্য এবং জীবনের পড়ন্ত সময় পর্যন্ত অতিবাহিত করেছেন একটি ঐতিহাসিক গ্রামে। যে গ্রামটি ছিল ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম সূতিকাগার, স্বাধীনতা সংগ্রামীদের বিচরণভূমি। চট্টগ্রাম জেলাধীন পটিয়া উপজেলার অনতিদূরে সেই ইতিহাস বিখ্যাত গ্রামটিই হলো 'গৈড়লা'। এর পাশের আরেকটি প্রসিদ্ধ গ্রাম হচ্ছে 'তেকোটা'। এই দুই গ্রাম হচ্ছে লাগোয়া, পাশাপাশি। ঊনবিংশ শতাব্দীর আগে থেকে গ্রাম দুটি জুড়ে ছিল অধিকসংখ্যক হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের মানুষের বসতি। পরবর্তিতে ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটকে কেন্দ্র করে এই দুটি গ্রামের গৌরব খ্যাতি ছড়িয়ে পড়ে ভারতীয় উপমহাদেশ তথা বিশ্বাঙ্গনে। তার একটি কারণও আছে। যেখানে ব্রিটিশবিরোধী আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব মাস্টারদা সূর্যসেন, প্রীতিলতা ওয়াদ্দাদার, কল্পনা দত্ত, ব্রজেন সেন, মনি দত্তের মতো স্বাধীনতার বীর সংগ্রামীরা আন্দোলন পরিচালনার সুবিধার্থে নিরাপদ নির্ভরযোগ্য গ্রাম হিসেবে বেছে নিয়েছিলেন সেই পশ্চিম তেকোটাই হলো উস্তাদ প্রকাশ কান্তি বড়ুয়া'র ছায়া সুশীতল স্মৃতিমধুর গ্রাম। যেখানে তিনি শিল্প সংস্কৃতিকে জীবনের সঙ্গে গেঁথে সুশিক্ষার অন্তরালে দুঃখ সুখের ভেলায় নিজেকে তিলে তিলে তৈরি করেছেন উজ্জ্বল ভবিষ্যতের সম্ভাবনার আলোকে। আজ তিনি সফল জীবনজয়ী প্রাণপুরুষ। উস্তাদ প্রকাশ কান্তি বড়ুয়া এ পর্যায়ে এসে খ্যাতিমান মানুষ হিসেবে নিজের আয়নায় নিজেই গর্বিত, উচ্ছ্বসিত। শাস্ত্রীয় সঙ্গীতের অনন্য সাধক শিল্পীর শৈশবের দুরন্ত ছেলেবেলাটি ছিল প্রকৃতির নিবিড় সান্নিধ্যে। ফুল, পাখি, লতাপাতা ও বিলে- ঝিলে শস্য সবুজের প্রান্তরে মিতালি করে জীবনকে উপভোগ্য করেছেন। ছিলেন একজন দুর্দান্ত ফুটবল খেলোয়াড়, হরদম মাথায় ঘুরতো ফুটবলের নানা কৌশল। খেলেছেন স্কুল-কলেজ জোনেও। অর্জন করেছেন বহু মেডেল, পুরস্কার। এক সময় সেই ফুটবলার যুক্ত হন সঙ্গীত সাধনায়; হয়ে উঠলেন দেশখ্যাত একজন স্বনামধন্য শাস্ত্রীয় সঙ্গীতের উস্তাদ। ফুটবল নিয়ে দাপিয়ে বেড়িয়েছেন জেলা-উপজেলায়। পরিবারের অর্থনৈতিক টানাপোড়নে যেখানে জীবন চলা দায় সেখানে সঙ্গীত সাধনায় নিজেকে জয় করতে পারবেন কখনো ভাবেননি। শত বাধা অতিক্রম করে অসাধ্যকে সাধন করতে দ্বারস্থ হয়েছেন বিভিন্ন শিক্ষাগুরুর কাছে। তাদের পরম আশীর্বাদে শেষ পর্যন্ত জীবনে বেঁচে থাকার প্রাণ হিসেবে গ্রহণ করেছেন সঙ্গীতচর্চাকে। পিতা রুহিনী রঞ্জন বড়ুয়া, মাতা পারুল বড়ুয়া'র গর্ভে ১৯৬৩ সালের ১০ অক্টোবর মা-বাবার কোল আলোকিত করে ভূমিষ্ট হন শিশু প্রকাশ। বর্ণাঢ্য জীবন পরিক্রমায় তিনি নিজেকে এত বেশি ঝলমলে উজ্জ্বল্যে আলোকিত করেছেন, প্রকাশ নামটি আজ স্বার্থকে পরিপূর্ণতা লাভ করেছে। প্রাথমিক শিক্ষা অর্জন করেন মুকুটনাইট হাজি আনছুর আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। মাধ্যমিক শিক্ষা অর্জন করেন হাবিলা সদ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে। একই স্কুল থেকে কৃতিত্বের সঙ্গে এসএসসি পাস করেন। পটিয়া সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে ঐতিহ্যবাহী হুলাইন ছালেহ নুর ডিগ্রি কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ছোটবেলা থেকেই প্রকাশ বড়ুয়া শিক্ষা ও খেলাধুলায় অসাধারণ কৃতিত্বের স্বাক্ষর রাখেন। বিশেষ করে ফুটবল ছিল তার জীবনের অন্যতম অনুষঙ্গ। ফুটবলই ছিল তার ধ্যান জ্ঞান। এসএসসি পাস করার পর সঙ্গীতের সুরের বাঁধনে নিজেকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ফেলেন। বাড়িতে হারমোনিয়াম ছিল না। বাধ্য হয়ে ছুটে যেতেন পার্শ্ববর্তী প্রতিবেশী স্বাধীনতা সংগ্রামী বিপস্নবী ব্রজেন সেনের বাড়িতে। ব্রজেন সেনের একমাত্র সন্তান বিপস্নব সেন ছিল তার ফুটবল খেলার সঙ্গী। সে সূত্র ধরে ওই বাড়িতে ছিল তার অবাধ যাতায়াত। তাদের দোতলা বাড়িটি ছিল তার সঙ্গীত চর্চার প্রথম জীবনের সাধন কেন্দ্র। বিপস্নবী ব্রজেন সেন ও তার স্ত্রী পুত্রসম স্নেহ করতেন। জীবনের স্বপ্ন সফলতায় এই বিপস্নবী পরিবারের প্রতি শিল্পীর কৃতজ্ঞতার অন্ত নেই। এসএসসি শেষ করে সঙ্গীত সাধনার দিকে পুরোপুরি ঝুঁকে পড়েন। তালিম নিতে ১৯৮১ সালের ৭ জানুয়ারি ভর্তি হন চট্টগ্রাম শহরের আর্যসঙ্গীত বিদ্যাপীঠে। সেখানে উস্তাদ মিহির লালার সংস্পর্শে থেকে দীর্ঘ ৫ বছর প্রশিক্ষণ গ্রহণ করেন। এরপর ১৯৮৫ সালে তালিম নিতে ছুটে যান ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতজ্ঞ উস্তাদ নীরদ বরণ বড়ুয়ার কাছে। তার কাছে একটানা ১৮ বছর প্রশিক্ষণ নেন এবং উস্তাদজীর মৃতু্যর পূর্বমুহূর্ত পর্যন্ত তার সংস্পর্শে থেকে শাস্ত্রীয় সঙ্গীতের নানা বিষয় আয়ত্ত করেন। বিশেষ করে দ্রম্নপদ, খেয়াল, ঠুমরী, তাড়ানা, টপ্পা, রাগপ্রধানের ওপর বু্যৎপত্তি জ্ঞান অর্জন করেন। তালিম নেন উস্তাদ মনোরঞ্জন বড়ুয়া ও উস্তাদ অনুপ বড়ুয়া'র কাছে। বেশ কয়েক বছর অনুপ বড়ুয়ার কাছে তালিম নেওয়ার পর তারই পরামর্শে বম্বের কিরানা ঘরনার খ্যাতিমান শিল্পী ভারতের প্রখ্যাত উস্তাদ মশকুর আলী খাঁ-এর কাছে ঢাকার বেঙ্গল ফাউন্ডেশনে প্রশিক্ষণ গ্রহণ করেন। সঙ্গীত সাধনার পাশাপাশি অন্তত ৬০টিরও অধিক সামাজিক নাটকে অভিনয় করে বোদ্ধামহলে প্রশংসা অর্জন করেছিলেন। অবশ্য এখন নাটক থেকে বিরত থেকেছেন। যুক্ত ছিলেন বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সঙ্গেও। প্রতিষ্ঠা করেন 'পারুল সঙ্গীত একাডেমি' ও 'সুরমৈত্রী ফাউন্ডেশন বাংলাদেশ' নামের দুটি সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠান দুটিতে শিল্পী নিজে নিয়মিত অসংখ্য শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিয়ে থাকেন। তার অনেক ছাত্রছাত্রী ইতোমধ্যে বাংলাদেশ বেতার ও টেলিভিশনের তালিকাভুক্ত হয়ে শিল্পী হিসেবে আত্মপ্রতিষ্ঠা লাভ করেছেন। সেই সঙ্গে তিনিও বেতার টেলিভিশনে গান গাওয়ার পাশাপাশি একজন লব্ধপ্রতিষ্ঠিত সুরকার হিসেবে সঙ্গীত পরিচালনায় নিজেকে যুক্ত রেখেছেন। চট্টগ্রাম উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী কল্যাণ পরিষদ ও বুদ্ধ কীর্তন সংরক্ষণ, গবেষণা ও প্রচার পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। সহসভাপতি বাংলাদেশ বেতার ও টেলিভিশন বৌদ্ধ শিল্পী সংস্থা। শাস্ত্রীয় সঙ্গীত বিষয়ে যাদের নৈপুণ্য পরিবেশনা শিল্পীকে আন্দোলিত করত সেই সব তালিকার মধ্যে আছেন উস্তাদ বড় গোলাম আলী খাঁ, উস্তাদ রশীদ খাঁ, উস্তাদ মশখুর আলী খাঁ, উস্তাদ আমীর খাঁ, উস্তাদ অজয় চক্রবর্তী প্রমুখ গুরুজন। যাদের গানে এখনো হৃদয় টানে তাদের মধ্যে আছেন- গজল শিল্পী মেহেদী হাসান, গোলাম আলী খান, জাগজিৎ সিং, লতা মঙ্গেশকর প্রমুখ বিখ্যাত শিল্পীরা। স্ত্রী, দুই ছেলে, এক পুত্রবধূ নিয়ে সাজানো গোছানো শিল্পীর নান্দনিক শৈল্পিক ভুবন। সহধর্মিণী শেলী বড়ুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সিনিয়র স্কুল শিক্ষিকা। ১৯৯১ সালে প্রকাশ-শেলীর দাম্পত্য জীবনের শুভ সূচনা। শিল্পী-শিক্ষক দম্পতির কোলজুড়ে আসে দুই পুত্র সন্তান। জ্যেষ্ঠ সন্তান শিল্পী প্রত্যয় বড়ুয়া অভি। শাস্ত্রীয় সঙ্গীতের তরুণ প্রজন্মের একজন উজ্জ্বল নক্ষত্র। সাধারণ শিক্ষায় প্রত্যয় বড়ুয়া ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি এবং এমএসসি ডিগ্রিধারী। প্রত্যয় সঙ্গীত সাধনায় বেশ বিস্তৃতি ঘটিয়েছেন। পিতার হাতধরে তিনিও শাস্ত্রীয় সঙ্গীতের একজন সফল শিল্পী হিসেবে ইতোমধ্যে দেশব্যাপী খ্যাতি অর্জন করেছেন। পুরো বাংলাদেশ জুড়ে সঙ্গীতবোদ্ধা মননে তার রয়েছে ব্যাপক জনপ্রিয়তা। ভারতীয় বিখ্যাত আধুনিক (কিংবদন্তি শিল্পী হেমন্ত, মান্না দে, সতীনাথ, কিশোর কুমার প্রমুখ) তার কণ্ঠে অসাধারণ দক্ষতার পরিচয় বহন করে। বাংলাদেশ বেতার ও টেলিভিশনের তালিকাভুক্ত প্রত্যয় বড়ুয়া মঞ্চের একজন জনপ্রিয় সঙ্গীত তারকা হিসেবে নিজেকে আবির্ভূত করতে সক্ষম হয়েছেন। ছোট সন্তান পিয়াস বড়ুয়া চলতি বছর উচ্চ মাধ্যমিক ক্লাসের একজন মেধাবী শিক্ষার্থী। শিল্পী প্রকাশ কান্তি বড়ুয়া ও শিল্পী প্রত্যয় বড়ুয়া অভি সম্পর্কে তারা দু'জন বাবা-ছেলে। দ্বৈতকণ্ঠে গাওয়া তাদের একটি অসাধারণ গান এখন হরদম শোনা যায়; যেটি ইউটিউব চ্যানেলে 'বাবা ছেলের টান' শিরোনামে সার্চ দিলে শোনা যাবে। গানটির যেমন কথা তেমনি সুর। গানটি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের ২৫ বছর পূর্তি উপলক্ষে বিগত ২০২১ সালের ১৯ ডিসেম্বর প্রচারিত হয়েছিল। কী যে দরদি গলায় গানটি পরিবেশিত হয়েছে, তা এক কথায় অভাবনীয় বিস্ময়কর! আমি নিশ্চিত গানটি শুনলে যে কেউ মুহূর্তে অন্যজগতে হারিয়ে যাবেন। আমার জীবনের শ্রেষ্ঠতম গানের তালিকার মধ্যে এই গানটি স্থান করে নিয়েছে। হলফ করে বলতে পারি বাবা-ছেলের করা গানটি শোনার পর হৃদয়ে কম্পন ধরবে, সেই সঙ্গে চোখ দিয়ে বাধাহীনভাবে অশ্রম্ন গড়িয়ে পড়বে। আমি এবং আমার পরিচিতজন যতবারই গানটি শুনেছে তাদের অনুভূতি ছিল ঠিক একই রকম। প্রকাশ বড়ুয়া এ প্রসঙ্গে বলেন, গানটি প্রথমদিকে তোলার সময় আমরা বাবা-ছেলে বহুবার কেঁদেছি। বিটিভি কেন্দ্রে গানটি ভিডিও ধারণের সময় যারা ছিলেন তারা কেঁদেছে সঙ্গে আমরাও কাঁদছি। শিল্পী ও কলাকুশলীরা এত বেশি আবেগপ্রবণ হয়েছিল যে, এ সময় একাধিকবার ভিডিও ধারণ বন্ধ করে দিয়ে ড্রেসিং রুমে ফিরে যেতে হয়েছে। সে এক অসাধারণ মুহূর্ত আমরা বাবা-ছেলে অতিক্রম করেছি। আর গানটি যখন প্রচার হয় সেই থেকে ভালোলাগার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে অনেকে কেঁদে ফেলেছে। এই জন্য শ্রোতাদের আগ্রহের কারণে আমরা গানটি ইউটিব চ্যানেলে আপলোড করি। গানের কথা 'হয়নি বলা ভালোবাসি কতো, হয়নি জানা তোমার বুকে কী ক্ষত'। গানের মূল শিল্পীদ্বয় হলেন দেশের বরেণ্য সঙ্গীতশিল্পী সৈয়দ আব্দুল হাদী ও কণ্ঠশিল্পী আসিফ আকবর। গানের কথা লিখেছেন, গীতিকার সুহৃদ সুফিয়ান আর সুর দিয়েছেন কণ্ঠশিল্পী কিশোর দাশ। উস্তাদ প্রকাশ বড়ুয়া বলেন, শাস্ত্রীয় সঙ্গীত হচ্ছে শুদ্ধ সঙ্গীতের মূল শ্রোতধারা; যেটি ব্যতীত কেউ কখনো উচ্চমানের শিল্পী হতে পারবে না। আজকাল গান একটু করতে পারলেই অনেকে শিল্পী বনে যান, কিন্তু প্রকৃত অর্থে শিল্পী বলতে যা বোঝায় তা কিন্তু নয়। শিল্পী হতে গেলে নিয়মিত রেওয়াজ বা চর্চার মধ্যে ডুবে থাকতে হবে। শিক্ষার যেমন শেষ নেই, সঙ্গীত সাধনারও শেষ নেই। যে যত বেশি রেওয়াজ বা কণ্ঠ অনুশীলন করে সে তত বেশি নিজেকে পাকাপোক্তভাবে গড়ে তুলতে সমর্থ হয়। সঙ্গীত সাধনা হচ্ছে সাগর-মহাসাগর সমতুল্য। সঙ্গীত চর্চায় শেষ বলতে কিছু নেই।