বৃষ্টি এলো

প্রকাশ | ০৪ অক্টোবর ২০২৪, ০০:০০

মেহেদী মাসুদ
এক ঝাঁক বৃষ্টি এলো গোলাপের পাপড়ির মতো বৃষ্টি মাথা থেকে গড়িয়ে চিবুক চিবুক থেকে চুঁইয়ে বুক, পিঠ, সমস্ত শরীর জুড়ে লেপ্টে দিয়ে গেল অপার স্বর্গীয় সুখ সুখ তো জীবনে এক মরীচিকার খেলা হোক সে মরীচিকা! তবু জাগিয়ে রাখুক শরীরের প্রতিটি শিরা-উপশিরা। একঝাঁক বৃষ্টি এলো মুক্তোদানার মতো বৃষ্টি ভিজিয়ে দিয়ে গেল হৃদয়ের সব ঊষর ভূমি বীজের ভ্রম্নণ থেকে মুকুলিত পাতায় সবুজ হয়ে উঠল হৃদয় হৃদয়ের বাসনায় কখনো ভরবে না জীবন তবু বাসনাই হোক পৃথিবী যাপনের সব অবলম্বন। এক ঝাঁক বৃষ্টি এলো ঘরের আঙিনা জুড়ে বৃষ্টি সুদূর পথের খোলা বুক জুড়ে বৃষ্টি ভালোবাসার ফোঁটায় ফোঁটায় বৃষ্টি বৃষ্টি এলো শ্রেষ্ঠ আশীর্বাদ হয়ে বৃষ্টি এলো এই জীবনে সবকিছু উপেক্ষা করে।