বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১

আবু হেনা মোস্তফা

কামালের কবিতা
  ০৪ অক্টোবর ২০২৪, ০০:০০
আবু হেনা মোস্তফা

তেল চাটা জীবন

জীবন তোমারে রাখিল বাঁধিয়া, মায়ার বাঁধনে বেঁধে,

স্মরণ করিয়া মরণের ভয়, খাবার খাচ্ছ রেঁধে।

বাঁচার জন্য এতোটাই পার? আহারে জীবন তেজ?

জোগাড় করিতে-তেল মাখিয়া, চাটিছ কুকুর লেজ!

রসের হাঁড়ি

বাড়ির গরু খায় না কভু নিজের খুলির ঘাস,

এমন মানুষ যায় দেখা যায় বাংলাদেশেই বাস।

দেশের খেয়ে বিদেশ ভুঁইয়ে বানায় শখের বাড়ি,

তালগাছটা কার হয় হোক তাদের রসের হাঁড়ি।।

বিবর্তন

ভাগের মায়ে গঙ্গা হারা,গঙ্গা দেশে পদ্মা নাম,

পদ্মায় হয় স্বাদের ইলিশ, ইলিশ মাছের অনেক দাম!

দামের ইলিশ দাদার থালায়! দাদার ভাইয়ে কাটে ঘাস,

কাটা ঘাসের পাতায় শিশির, পাতা দোলায় শরৎ মাস।।

ভদ্র মানুষ আযাযিল

আগে ছিল টাকার গাছ আর এখন নাকি ঘরজামাই,

জয় গুরুদেব জয় গোস্বামী জয় মহারাজ রত্ন সাঁই!

নিমের পাতায় নিম উপাধি জামের পাতায় জামাই কয়,

ঘরের মানুষ পরের মানুষ তেঁতুলপাতায় ন'জন হয়!

পাছার ভাঁজে কৃমি এলে কুটকুটকুট পাছার ছাল!

কারেন্ট মরিচ বেটে দিলে বুঝবে বাছা কেমন ঝাল!

ভদ্র মানুষ নম্র ছিল এখন দেমাগ আযাযিল,

ঘাড়ে বসে মুচকি হাসে মনের দ্বারে মারছে খিল!

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে