বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১

মুগ্ধতার শরৎ মেঘ

আফিফ জাহাঙ্গীর আলি
  ০৪ অক্টোবর ২০২৪, ০০:০০
মুগ্ধতার শরৎ মেঘ

খোলা আকাশের নিচে এলোমেলো

রাতের পাখির নীরবতার মতো নবীন হাওয়া

শাদা অবয়বে মেঘ দেখা যায় দূর থেকে দূরে

অঙ্গ দোলা আচল প্রতীক কাশবনে সম্মিলিত

মেঘের যেমন অনিন্দ্য রূপ আছে; অনন্ত আকাশে

তাকালে মুগ্ধতায় অনন্তকাল দেখতে ইচ্ছে করে

তেমনি মেঘের অসীম ক্ষমতা; চাঁদ-সূর্য ঢেকে ফেলে

পৃথিবীর অতল অন্ধকার ভেদ করে-

রাতের চরাচর জোছনায় আলোকিত

দিনের চরাচর আলোকিত করে রবি

কিন্তু মেঘ চাইলে উল্টে দিতে পারে!

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে