অভয়ারণ্য

প্রকাশ | ০৪ অক্টোবর ২০২৪, ০০:০০

গোলাম কিবরিয়া পিনু
অভয়ারণ্য আজ কার জন্য? \হঅভাগারা থাকতে পারছে না পশুপাখি এখন নির্ভয়ে বিচরণ করতে পারছে না! যাদের দখলে তারা নিয়ম ও বিধি \হভঙ্গ করে ভগ্ন করছে কীনা! বীণা বাজাচ্ছে-তাতে জড়ো হচ্ছে কারা? অভয়ারণ্যের অভিকেন্দ্রে যেসব অভিভাবক অভিভাবকত্ব ফলাচ্ছে-তারা কারা? অশিষ্টরা অবশিষ্ট রাখছে না কিছুই! অশরীরীরা আজ দেহ পেয়ে \হকামগন্ধে বেপরোয়া হয়ে দেহচর্চা করছে! ফল-ফলাদি লোপাট হচ্ছে \হকাঠুরিয়া কাঠ কাটতে পারছে না \হমৌয়ালি মধু আহরণ করতে পারছে না! অর্জুন গর্জন করে বলছে-'আমাকে বাঁচাও' অশোক শোকে নু্যব্জ হয়ে বলছে- 'আমাকে বাঁচাও' গরান গোঙাতে গোঙাতে বলছে- 'আমাকে বাঁচাও' শিমুল মূল হারিয়ে মৃতপ্রায় বলছে- 'আমাকে বাঁচাও'! বুলভরি দিয়ে শহরের দুর্বৃত্তরা কীভাবে \হঅভয়ারণ্যে ঢুকছে? এতটা নির্ঝঞ্ঝাটভাবে নির্ঝরে গা ভেজাচ্ছে! অরণ্যরক্ষকরা কি নিদ্রাসুখে আর চোখ খুলবে না? মুঘলরা আজ শাসনভার নিয়ে থাকলে তারাও হতবাক হয়ে মোঘলাই মুখে তুলে নিতে পারত না! বনপালকরা নিতম্ব দোলাচ্ছে এতটা নিতলে তলে তলে তলিয়ে যাচ্ছে-অভয়ারণ্য!