দুটি কবিতা

প্রকাশ | ০৪ অক্টোবর ২০২৪, ০০:০০

ওয়াহিদ জামান
উপহার হৃদয়ের উষ্ণতা দ্রম্নত হারাচ্ছে পৃথিবী হিংস্র পশুরা বনবাদাড়ে নেই ওরা এখন লোকালয়ে একদিন পৃথিবীর পথ ধরে সব বন্ধন হেঁটে যাবে ভিনগ্রহে শিশিরের টুপটাপ ফোঁটায় চাওয়া-পাওয়ার নিবেদন যেন লৌকিক মিলনের দেনাপাওনার হিসাব গভীরে জমা শতকোটি বছরের অব্যক্ত শব্দ মিলন শিমুল তুলার মতো ভেসে যাবে মহাশূন্যে নীলাভ উষ্ণতায় অথবা বিষাদে ভরে যাবে মন যাই হোক যা কিছু অস্পৃশ্য, অদ্ভুত আমার ভেতরে আমি শুষে নিলাম সব তোমাকে দিলাম এই পৃথিবীর সকল স্বাধীনতা আশার বাণী বিষণ্ন দুপুর রৌদ্র করোটিতে অলীক স্বপ্নের আর্তনাদ যেন ভন্ড পুরোহিতের মন্ত্র যপ পুরনো কাসুন্দিতে আত্মতুষ্টির বিকল্প মায়া লাভ খোঁজে নগদে ভাবা যায় কী কারণে মানব জন্ম কী কারণে হৃদয়ের বন্ধন নগদ প্রাপ্তিতে মূল্যবোধের অবক্ষয় যেন নিজেকে মিথ্যে অমোঘে খোঁজা কেনাবেচার এ দুর্মূল্য বাজারে ভোগের পণ্য ভঙ্গুর সমাজের জরাজীর্ণ দেহকে খাবলে খায় মনুষ্য হায়েনা ভয় নেই বন্ধু, তুমি তো সত্যের পতাকা ছায়া তলে বাণ আসবে, আবার ভূমি জাগবে পচা আবর্জনা ভেসে যাবে মহাকালের গহ্বরে আবার মানবতা জাগবে আবার নির্মোহ ভালোবাসার অঝোর বৃষ্টি নামবে পৃথিবীতে আবার নবজন্ম হবে মানুষের।