বাস্তবের ভূত
প্রকাশ | ০৪ অক্টোবর ২০২৪, ০০:০০
মাহমুদুজ্জামান জামী
এতদিন পরে আর
জীবন আগের মতো নেই;-
যেসব দিনে ভাবতাম নিজের মতো
হবে সময়; দিনে ও রাতে-
স্বপ্নের পাখিরা এসে
বাস্তবে জুড়বে কোলাহল
আর আমাকেই দেখাবে কয়েক
উজ্জ্বল সকাল;-
ফলে, পৃথিবীর কর্মযজ্ঞে
নির্ভার জ্যোতির মতো
উদ্ভাসিত হবে আমার যত বাসনা-
এতদিন পরে আর আসে না- সেরকম ভাবনা!
এখন সামনে পিছনে, ডানে ও বাঁয়ে
রূঢ় বাস্তবের ভূত-
প্রায়শঃ আমাকে তাড়া করে ফেরে
তার নিজস্ব উদ্দেশ্য বাস্তবায়নে!