শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

নষ্ট নীড়

ইমন হোসেন মিলন
  ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
নষ্ট নীড়

বহুদিন গলা চেপে ধরে আছে দুঃসময়,

নিয়তির নির্মম পরিহাসে,

গস্নানির সিন্ধুতে ডুবে গেছি আকণ্ঠ!

শিরা, উপশিরা, ধমনী জুড়ে,

অবিরল বয়ে যায় আর্তনাদের অদৃশ্য স্রোত।

পরাজিত পৃথিবীর ভূপৃষ্ঠে,

এখন আমার সকাল নষ্ট, দুপুর নষ্ট, রাত্রি নষ্ট!

বসন্তের বর্ণিল বাগানে ফুটে আছে লাল, নীল ফুল;

অথচ আমি আর ছুটে যেতে পারি না নির্ঞ্ঝাট প্রমোদশালায়।

এখন আমার আপাদমস্তক কষ্টে মোড়া,

জীবন কাচের ভগ্নাবশেষ লয় না জোড়া,

এখন আমার আদি অন্ত অর্থবিহীন,

ছুটছি কেবল অন্ধকারের বৃত্ত পথে,

শ্রান্তি নিয়ে প্রতীক্ষারা যায় ঘুমিয়ে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে