বিধিকে দেখছি, সর্বক্ষণে সর্বস্তরে দেখছি
কুৎসিত জীবনে, মরণ-সুন্দরকে লিখছি
আয়ুষ্কাল নয়, ভাবছি নশ্বর জীবন নিয়ে
মরণকে চাই, জীবন রাখি যেমন আগলিয়ে।
জীবনও সুন্দর, মরণের মতো অতটা নয়
নিষ্পাপ সুন্দরে, অমোঘে মৃতরা মরে রয়,
জীবিতেরা হণ?্য, মুখোশের কালো কলঙ্কে
মরণই শ্রেম্নয়, প্রাণ বাঁধা যখন ছোট্ট বিহঙ্গে।