নলখাগড়ার লিপি

প্রকাশ | ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

মারুফ আহমেদ নয়ন
পূর্বজন্ম, নাচের স্কুলের শিক্ষিকা তুমি। \হপেয়েছ ফড়িং জন্ম। উড়ছ বস্নম্নবেল বনে। \হকোকিলা ভুলেছে ঋতুর মলস্নার। ফর্থের \হমোহনায় গিলমোটসের জলকেলির রাত, \হনৌবাহিনীর রসদ জাহাজ ঘুমিয়ে গেছে। মনে পড়ে, কোরআন সৈকতে হরিণেরা রূপকথা শুনিয়েছিল। তৃণের ভর্ৎসনার দিনে বাজে বিদায়ী সূর্যের মনোলগ। কি করে ভুলি তোমাকে, প্রেমের জেলখানা। বিস্মৃতির দ্বীপে, ডোডো'র মূকাভিনয়। থাইলাসিনের কান্না। প্রস্তর খন্ডে লিখি রূপবতীর কেশ। নিরক্ষর মন জানে না, নলখাগড়ার লিপি। কালি প্রস্তুত জ্ঞান। প্যাপিরাস আবায় নদের বন্দনা গায়। পরকালের টোটকা লিখে রেখেছিলেন, সরাইখানা ফেরত কবি। দারুচিনি বনে ঘুমাই। সন্ধান করি লাল পিপঁড়ের ডিম।