নির্বাক জাতি এক পেস্নট ভাতে

প্রকাশ | ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

সোহরাব হোসেন
বিদঘুটে মনুষ্যত্বে আজ চিহ্নিত অসভ্য মানবতা; সেরা বিদ্যাপিটে মেধাবীদের রক্তে হোলি খেলা। নোংরা রাজনীতির পরিপক্ব বিষাক্ত সর্প নাচ! এটাই মানবতা, এটাই অর্জিত মনুষ্যত্বের সুস্থ বিকাশ, বাহ! চমৎকার সৃজন, চমৎকার আবদ্ধ সংস্কৃতি বিবেকগুলো স্মৃতির জাদুঘরে টাঙিয়ে রাখার মতো ভবিষ্যৎ প্রজম্ম দেখবে উলঙ্গ মানবতার চিত্রসমূহ! \হহে- বাঙালি তোমরা সত্যি সত্যিই জড়বস্তু! প্রতিযোগিতার মঞ্চে তাড়িত হৃদয়ে পোষা বিবেক। ওখানে পড়াতে ব্যস্ত তোমরা উপচে পড়া ভিড়ে। \হবেশ কি আর বলি সবই তো উল্টো এই অদৃশ্য পথে, কারণ মানানসই মার্জিত লেবেলে জাতি যত ঘুণেপোকো! মুখে খোঁচা খোঁচা দাড়ি, বুকের বোতাম খোলা, পায়ে- বেমানান চটি এ সবই আজ পরিপুষ্ট ভদ্রতা আর মানবতা! নির্বাক এ সভ্য জাতি, সমাজ, নির্বাক জাতি এক পেস্নট ভাতে! বোঝার উপায় নেই কে পশু ? কে মানুষ? কোনটা মানবতা? বনের মধ্যে শূকুর না কি মানব জাতিতে মানুষরূপী শূকুর, মানবতা আজ ধর্ষিত ইতিহাসে এক বীভৎস কালো ছায়া!