শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

তোমার জন্য

সাঈদা আজিজ চৌধুরী
  ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
তোমার জন্য

সাদা ডানায় মন্দ্রিত উড়ন্ত পাখির মতো

স্বপ্নভূক রাতের আকাশে যখন

চাঁদের শরীরে ঢলোঢলো যৌবন।

খোলা চুল সাদা মেঘের দিকে স্থির

চোখ মেলে চেয়ে থাকে পাহাড়

নদীর দীর্ঘ শাড়ি নিদ্রাহীন অভিসার।

শুধু তোমার জন্য সন্ধ্যার ক্লান্ত হাঁস

নরম পালক ঝরায় আকাশতলায়।

ফাগুনের তারুণ্যে আগুনের সোনালি শিখায়

ব্রহ্মান্ড চষে অবিমিশ্র চাঁদের ছায়ায়

শব্দের শীৎকারে ঘম ভেঙে যায়।

হিম রাতের কুয়াশায় অকস্মাৎ

অসময় কালো মেঘের প্রপাত

তোমার জন্য ভিজি সারা রাত।

সময়ের রাক্ষুসে উদর, ক্ষয় করে অশ্বত্থের শিকড়

শুধু তোমার জন্য চোখ বেয়ে ঝরছে শিশির।

শুধু তোমার জন্য ব্যাকুল ডানা মেলে

অমর মানুষদের মতো কবিতায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে