ভায়েলিন

প্রকাশ | ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

ফরিদা ফারহানা
মাঝেমধ্যে বেদনার ভায়েলিন বুকে বেজে ওঠে মনে হয় জীবনের এই বাস্তব চিত্রে কেবল আমি ধূপ শিখা অন্তরের হাহাকার বুঝার তেমন কোনো যন্ত্র এখনো আসেনি পৃথিবীতে তবে যে, আমি রোজ-ই জ্বলে যাই তোমার দেখানো পথে, অস্থির জীবনযাপন সেইসঙ্গে মুগ্ধতার সঙ্গে করতে চাই বসবাস... \হসেই সহজ সমীকরণে আমি কেনো জানি হেরে যাই আর তুমি হয়ে যাও গল্পের নায়ক আর ভিলেনের মাঝখানে এক টুকরো চরিত্র!