জিরো ওয়াট চুম্বনদাগ

প্রকাশ | ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

সাজ্জাদুর রহমান
ধুলার বিলবোর্ডে রেখে দিলে চুমুর দাগ গোপন আহ্লাদ ছড়িয়ে দিলে বাজার টলঘরে একে একে চোখে দ্যাখে ফেরিওয়ালা, মুদিখানা। অভিমান গিজ গিজ করা ক্যাশবাক্স পোকায় কাটে দেরাজের তালাচাবি প্রথম প্রেমের দেনাপাওনা উন্মুক্ত রসনায় ভাসে অকারণ যুদ্ধে ঘটে তুমুল অগ্নু্যৎপাত। আমাদের সম্পর্কের বিলবোর্ড পুড়ে যায় ধোঁয়া আর ধুলার ময়নাতদন্ত রিপোর্টে বেরিয়ে আসে জিরো ওয়াট চুম্বনের দাগ এত কম ওয়াট আলোকসম্পাত দিতে পারেনি ম্যাকবেথ তার হাতে রক্তাক্ত চুমুগুলো লাফাচ্ছিল। ধ্যান ভাঙলে মুদ্রাস্ফীতি তড়পায় পৃথিবীর সমস্ত বিলবোর্ডগুলো জ্বলে জ্বলে পুড়ে পুড়ে হয় নগ্ন বিজ্ঞাপন।