দুটি কবিতা
প্রকাশ | ২০ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
আবু হেনা মোস্তফা কামাল
স্বপ্নভাঙা স্রোতে জীবনের গান বাজে
বন্যার রূপ দেখতে আসি, নদীর কোলের স্নিগ্ধ বন্যা,
মাটি ঢেকে যায় জলে, পাল্টে দেয় জীবনের ধারা।
পস্নাবিত ক্ষেতে, শহরের পথে, জলরাশি ছড়িয়ে যায়,
নদীর কোল থেকে জমির বুকে, অচেনা স্বপ্ন ডেকে আনে।
বৃষ্টির ধারায় সেতু ভাঙে, পথ চলে জলমগ্ন কাব্য,
বন্যার তান্ডব স্রোতে, জীবনের গান বাজে তীব্র।
পাহাড়ের কোলে তলিয়ে যায়, ক্ষেত-বাড়ির চিত্রে কষ্ট,
নদীর স্বপ্নভাঙা স্রোতে, হারিয়ে যায় মানব আশা।
জলজ বন্যার মধ্যে, মানবতার চিৎকার শুনি,
ভাঙা ঘর, জলমগ্ন কুঁড়ে, স্মৃতি বলে কান্নার ধ্বনি।
জীবনের সংকটে, আসুক নতুন দিনের আশা,
নদীর স্রোত ছাড়িয়ে, সবার জন্য ফের প্রাণের হাসা।।
শরতের চেনাজানা প্রেম
নীল আকাশে শরতের নরম আলোয়,
তোমার সঙ্গে শহরের পথে মুগ্ধতার ছোঁয়া।
বিলবোর্ড ঝলমলে, আলোর মেলা,
তুমি হেঁটে হেঁটে পাশে, আধা স্বপ্ন ও ধোঁয়া।
কাজলের চোখ, নেশার মতো প্রেম জাগায় মনে,
ট্রাফিকের কোলাহলে হারিয়ে যায় সময়।
ধূসর সন্ধ্যায় হাত জেগে ওঠে হাতের ছোঁয়ায়,
থরে-বিথরে ভালোবাসা আশা-অনুভব জাগায়।
নিয়ন আলো আর জ্বলজ্বল করা এ শহর-
তোমার সঙ্গে কাটুক অন্ধকার, না হয় যেন ভোর।
সংক্রামক স্পর্শে মিশে গেলে সুখময় ব্যথা,
শহুরে এ প্রেম, সাদা সাদা আবেগ গল্প গাঁথা।
নীল আকাশের মেঘ ভেসে ভেসে যায় দূরে,
প্রেমিকের মন ভাবনার স্রোতে অন্ধকারে।
কিছু সুখ, দুঃখ কিছুসব মিলেমিশে একাকার-
শরতের এই চেনাজানা প্রেম, হয়ে যায় কার?