শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

দৃষ্টিপাত

মো. জাহাঙ্গীর কবির
  ২০ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
দৃষ্টিপাত

সংসার চালাতে হলে কী করতে হয় না হয় তা

আমার ভালো করেই জানা।

জানতে চাই না, মানতে চাই না ওদের উৎকোচ কিংবা

কুসীদপ্রথার মানা।

ভালো কথার ছলাকলায় ওরা আসলে তালকানা।

জানার ছিল, আমরা জিতেছি, নাকি হেরেছি?

কয় উইকেটে?

জানলে জানাও জলদি করে, অকপটে!

তুমি কী বাপু অন্ধ?

জানোনা, প্রবল বৃষ্টিপাতে আজকের খেলা যে বন্ধ?

তোমাকে নিয়ে এই মহাসমস্যা!

জ্ঞানের কথাই যদি বলো,

জ্ঞান এসেছে কোথা থেকে?

কেমন করে? গ্রন্থ ব্যতিরেকে?

পড়েই দেখ না একবার, জ্ঞানের অভাব

আছে কিনা ওই মহাগ্রন্থে!

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে