ধন্যবাদ
প্রকাশ | ২০ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
জাহিদ হোসেন
তৃতীয় দুপুরের কোল ঘেঁষে এলোচুলের এজলাসে বসে
সত্য-মিথ্যার নির্ধারণী খেলায় মেতে ওঠো
সময়ের বিভাজনে-
রূপক লেখকের বেয়ারা কলম থেকে উঠে আসে
দায়মুক্তির ইতিহাস সৃষ্টির আদেশ-
কষ্টে কষ্ট পুষে পুষে রাতের ঘাম ঝরে,
আর সাক্ষীর আর্তচিৎকারে আকাশ ফাটে
দিকে দিকে ইতিহাস কথা ঝরায়।
আদর্শলিপি বয়সের কাহারবা কাহিনী
রচনা করে...
কুসুম স্বপ্নের বিরহি সমীরণ।