উষ্ণতার অধিক
প্রকাশ | ২০ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
অলোক আচার্য
সিগারেটের আগুনের মতো পুড়তে পুড়তে
একদিন পৌঁছে যাই
তোমার উষ্ণ ঠোঁটের কাছে।
যাওয়ার ছিল না বলে, একদিন
পায়ে ঠেলেছিলে পউষের রোদ
প্রশ্ন কি এসেছিল মনে
কেন আসে সে যুবক?
খালি পায়, রেলিংয়ের ধারে দাঁড়িয়ে থাকে?
এত যন্ত্রণা! উষ্ণতার অধিক পাওয়া
তবু কী অসহ্য প্রশান্তি! বুকফাঁটা তৃষ্ণায়
একফোঁটা জলের মতো! আহা!
ভেজা চোখ কোনোদিন খোঁজেনি বিকাল!