ভুলের সমীকরণ

প্রকাশ | ২০ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

জোবায়ের রাজু
ভুল শহরে পা রেখেছি ভুলের সাথে ভাব, ভুল বাসনায় কেনা হলো শুদ্ধতম পাপ। ভুল দেয়ালে পিঠ ঠেকেছে বুকে রক্তক্ষরণ, ভুল বিবেকে জাগছে নাতো অতীতটাকে স্মরণ। ভুল জমিনের দলিল ছিঁড়ে নতুন ইতিহাস, মধ্যরাতে ভুল বিছানায় মধুর সহবাস। আকাশ থেকে খসে পড়ে ভুলে ভরা রোদ, ভুলের মামলায় অভিযুক্ত নতুন প্রতিশোধ। বাতাস জুড়ে উড়ছে কেবল ভুল শহরের ধুলো, দায় ঠেকেছে দিয়ে যেতে ভুলের মাশুলগুলো।