একটু আগে যে নক্ষত্রের জন্ম হয়েছিল এ বাংলায়,
কেমন রক্তরাঙা টুকটুকে লাল ছিল তার মুখ।
চির অন্ধকার, কালের গহব্বরে সে কি হারিয়ে গেল আজ!
তেজদীপ্ত আলোর দরকার নেই এই অন্তিম প্রহরের।
'দীপক স্যারের মাথায় আমি একটি চড় মারতে পেরেছি।
আমার খুব ভালো লাগছে!'
বলতে বলতে এক নষ্ট প্রজন্মের প্রতিনিধি দলবল
নিয়ে ঢুকে যাচ্ছে আসহাবে কাহফের গুহায়। ৩০৯ বছরের
ঘুম কি লেগে আছে তাদেরও চোখের পাতায়?