বিচিত্র দুঃখবোধ
শীত-লতা জড়িয়ে থাকে শরতের রাগে
মানুষ আবেগ ঝরায় অকারণে নির্বোধ সাজে
বরফশীতল নেমে আসে পানশালা থেকে
আমরা উগ্রতার চাষ করি না বুঝে
লকলকে লালসা ছড়িয়ে আছে চারদিকে
সময়ের চিহ্নগোলাপ সুঘ্রাণ ছড়ায় না আর
মানবতা বাষ্প হয়ে গেছে সম্মিলিত ভুলে
পানযোগ্য নদীর জল ঠেলে দেয় রাতের বিভ্রম
মৃত মানুষের বোধ কখনো জাগাতে নেই
বিচিত্র দুঃখবোধ নিয়ে বেঁচে থাকে মানুষ
পৃথিবীর মুগ্ধ আয়োজন
ধুলোয় লোটাতে লোটাতে শুষে যায় নীল মেঘ
রঙধনু শুষে নেয় মাঠের সবুজ পাখির ডানা
জীবনের সুরদীপ্তি যেন গ্রামীণ মোহন বাঁশি
হৃদয়ের সঙ্গীত শোকের মাতম তোলে প্রবলঘন
বিলাপ ভরা কণ্ঠ বাজায় অলৌকিক যন্ত্রণাঘোর
ভঙুর আবেগ ঠেলে নিয়ে যায় প্রেমের উপকণ্ঠে
ঝড়ো উদ্দাম বাতাসে উড়ে যায় খড়কুটো পাতা
শরতের গভীর নিঃশ্বাস বড় বেশি নিঃস্ব করুণ
ডানা মেলা হলুদাভ পাখি ঝাঁকবেঁধে উড়ে যায়
মাটিতে পড়ে থাকে পৃথিবীর সব মুগ্ধ আয়োজন