আমিও পোষ মানা

প্রকাশ | ২০ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

দিলীপ কির্ত্তুনিয়া
আমিও পোষ মানা একজন মানুষ। আমাকে আঘাত দিলে আমিও বন্য হয়ে যাব। খাঁচার পাখিকে হাত দিয়ে ধরলে সে শেখানো কথা বলে না বনের ভাষা ব্যবহার করে তার স্বজাতির ভাষা, নিজের ভাষা। একটা কুকুরকে আঘাত করলে সেও বজ্র কঠিন ভুলে যায় হিতাহিত গীত। সংসার থেকে শেখানো ভাষা ভুলে যায়...বলে না। দাঁত খিচমিচিয়ে কামড় দিতে হয় উদ্যত এমনকি কামড়িয়েও ফেলে। জীবনের কঠিন সত্য... বিদ্যা শিক্ষা, সভ্যতা, আচার এসব শেখানো বুলি। জাস্ট মুখোশের মতো খুলে পড়তে সময় লাগে না। আমিও পোষ মানা একজন মানুষ আমাকে আঘাত দিলে আমিও বন্য হয়ে যাব। ভুল কথা নয় মানুষ তাই হইও।