শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

শারদ প্রতীক্ষায়

আ. শ. ম. বাবর আলী
  ২০ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
শারদ প্রতীক্ষায়

সেদিন কাশশুভ্র মেঘ ছিল

শারদ আকাশে,

তোমার এলোমেলো কালো কেশ উড়ছিল

মাতাল বাতাসে,

বেঁধেছিনু খেলাঘর

দোলানো কাঁশবনে

আমরা দু'জন।

তারপর স্বপ্নের আলপনা এঁকেছিলাম

পাশে নদী বালুচরে,

হঠাৎ আকাশ গেল ছেয়ে কালোমেঘে,

হিংসাতুর বেহায়া বৃষ্টি এসে

কাঁপিয়ে দিল কাশবন,

ধুঁয়ে দিয়ে গেল

আমাদের দু'জনের আঁকা আলপনা।

প্রাতে শেফালী কুড়োতে গেলাম

শিউলিতলে-

দেখি, সব ফুল নিয়ে গেছে

বৃষ্টির পানি!

মালা গাঁথা হলো নাতো আর!

তবে কি আবার স্বপ্নে থাকবো

আগামী বছরের

শারদ প্রতীক্ষায়?

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে