শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

পথ চাওয়া নদী

দুখু বাঙাল
  ২০ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
পথ চাওয়া নদী

তোমার কাছে না পৌঁছানো পর্যন্ত-

পরিচিত পথটাকে চীনের প্রাচীরের মতো বড় বেশি দীর্ঘ মনে হয়

তোমার কাছে না পৌঁছানো পর্যন্ত-

ভালোবাসার সব পথ এক হয়ে ডাকে শুধু আয় আয় আয়

তোমার কাছে না পৌঁছানো পর্যন্ত-

পথের দুধার থেকে প্রকৃতির সবকিছু মেঘের মতো সরে সরে যায়

তোমার কাছে না পৌঁছানো পর্যন্ত-

তোমাকেই পৃথিবীর একমাত্র পথ চাওয়া নদী মনে হয়

তোমার কাছে না পৌঁছানো পর্যন্ত-

আমার ভেতর খেলা করতে থাকে এক স্বেচ্ছাচারী বিরহ যাতনা।

শেষ পর্যন্ত আমি যখন তোমার কাছে পৌঁছে যাই-

ধীরলয়ে থামতে থাকে ভূমিকম্প, প্রকৃতিও খুলে দেয় সলজ্জ নেকাব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে