শূন্যতার চাদরে মোড়ানো টুকরো জীবনের গল্পের,
ইতি টানতে গিয়ে বারবার হোঁচট খায় বোবা মন।
পুরনো ডায়রির পাতায় পাতায় ধূসর গোধূলি,
অস্পষ্ট অক্ষরে বিষণ্ন্ন প্রহরের সমাগম।
ছড়িয়ে ছিটিয়ে আছে রঙচটা ট্র্যাকসু্যট পরা ছবি,
হঠাৎ স্মৃতির নৌকায় পাল তুলে ভেসে আসে রবি।
তথাকথিত ছন্নছাড়া জীবনের গতিপথ অনুসরণে,
জলজ রেখা আঁকতে থাকে ভাগ্যলিপি স্রোতের বিপরীতে।
নিঃসঙ্গতায় ছায়াপথে ছুটে যায় একাকি নীহারিকা,
অন্ধকারে আলো খুঁজে ফেরে হাঁটি হাঁটি পায়ে তারারা।