আবু হেনা মোস্তফা কামালের কবিতা
প্রকাশ | ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
অনলাইন ডেস্ক
যাযাবর
আমাদের নেই ঘর নেই কোনো বাড়ি,
হেসে খেলে ভেসে যাই নেই কোনো আঁড়ি!
গান গাই চিড়া খাই ডাল ভাজা মুড়ি,
দিন যায় রাত যায় সপ্তাহ জুরি।
মনে হলে ঘুরেফিরে সাজি মুসাফির,
ঘুরে আসি টোল দিয়ে করতোয়া তীর।
আমাদের নেই বাড়ি নেই কোনো ঘর,
সুখের জীবন যেন খাঁটি যাযাবর।
ইতর
ইতর যতই আতর মাখুক, বিড়াল-সাধু তারা।
পিতর কিন্তু উল্টো ক্রুশেই জীবন দিল সারা!
সামনে তোমার যা দেখা যায় আসল নকল একসাথে,
মানুষ তুমি হুঁশ রাখিও- জীবন মরণ কার হাতে?
দুনিয়ার হাট
ফ্যান না কিনে কিনিয়া শাড়ি,
ক্লান্ত শরীরে ফিরেছি বাড়ি।
গরমে ঘামে প্যালকা কাদো,
নাই দাড়িতেই হইছি দাদো!
নাপা শাক আর ঝোলের সাথে
ভর্তা মাখিয়া খাচ্ছি তাতে।
বাইরের ঠাঁট ঘুণ ধরা খাট
এভাবেই চলে দুনিয়ার হাট।।
যন্ত্রণাময় জীবন
জীবন হলো যন্ত্রণাময়, যন্ত্রণায় আর বাঁচি না!
মালভোগ কলা চাইছি আমি, সাগর কিংবা সাঁচী না।
কয়লার তাপে জ্বলছে জীবন! ক্যামনে বুঝবে অন্য কেউ?
মাথার উপর ধোঁয়া দেখে- ভাবছ সবাই বার-বি কিউ!