হাজারো সংগ্রামী ভাইদের সাহায্য করতে
পানির বোতল নিয়ে এসেছিলাম আমি।
মিছিলে বলেছিলাম,
ভাই কারো পানি লাগবে? পানি!
ভাই বিস্কিট নেন, পানি খান।
কোনো টাকা লাগবে না!
সংগ্রামী ভাইদের পাশে, আন্দোলনে ছিলাম আমি।
পুলিশের লাঠি চার্জ টিয়ারসেল রাবার বুলেট
এসব কিছু উপেক্ষা করে রাজপথে ছিলাম।
আমি মিছিলে ছিলাম, সংগ্রামী ভাইদের তৃষ্ণা মেটাতে।
আমি মিছিলে লাঠি হাতেও যাইনি!
আমার হাতে ছিল শুধু পানির বোতল
আর মাত্র কয়েক প্যাকেট বিস্কিট।
ঘাতকরা আমাকে সহ্য করতে পারল না,
আমাকে নির্মমভাবে গুলি করে হত্যা করল।
আমার হাত থেকে পড়ে গেল পানির বোতল
আমার শরীর রক্তে রক্তাক্ত হলো
টি-শার্টটা রক্তে ভিজে গেল।
আমি রাজ পথে লুটিয়ে পড়লাম।
মায়ের কথা বেশ মনে হচ্ছিল!
তবুও মায়ের শেষ কথা রেখেছি আমি।
মা, তোমার দেয়া
নতুন জুতাগুলো আর হারিয়ে ফেলিনি।
মা, তোমার খোকা শুধু হারিয়ে গেল
শূন্য হলো শুধু তোমার কোল।
আমি মুগ্ধর মৃতু্যর পর হাজারো মুগ্ধ জন্ম নিল।
সংগ্রামী ভাইদের সংগ্রামে এগিয়ে এলো
এখন সবাই বলে, আমি মুগ্ধ বলছি।
ভাই, কারো পানি লাগবে, পানি!