রোববার, ১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১

অস্তিত্ব

রত্না
  ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
অস্তিত্ব

লকডাউনে যদি ফোনও বন্ধ হয়!

আমার কথা কি তোমার মনে পড়বে?

ফোনে কথা হলো না, দেখা হলো না!

বলা হলো না, ভালো আছো?

তোমার কি মন খারাপ হবে?

তুমি কী করবে?

তুমি কি ভুলে যাবে?

ধরো,আবার গাড়ি বন্ধ!

তোমার আসা হলো না,

হাত ধরে হাঁটা হলো না,

চোখে চোখ রেখে বলা হলো না...

ভালোবাসি, ভালোবাসি!!

তোমার কি কষ্ট হবে?

না বেমালুম ভুলে যাবে?

ধরো এই লকডাউনে,

আমি যদি বাতাস হয়ে,

তোমার চুলগুলো এলোমেলো করে দেই?

আমি জানান দেই, আমি আছি,

তোমার পাশাপাশি।

তুমি বারবার চুল সরিয়ে

বিরক্ত হয়ে বললে, ধ্যাৎ....

আচ্ছা, ধরো-

আমি যদি বৃষ্টি হয়ে

তোমাকে ছুঁয়ে যাই।

রিমঝিম শব্দে তোমাকে বিমোহিত করি।

আমি আবার জানান দেই, আমি আছি-

তোমার কাছাকাছি।

তুমি বিরক্ত হয়ে বললে, যত্তসব ....

ধরো, এই শীতে,

কুয়াশা হয়ে জড়িয়ে রাখি তোমায়

বা শিশির হয়ে দুর্বা ঘাসটি রাঙাই।

তুমি বুঝলে না, আমি আছি-

তোমার পথ চলায়।

তুমি বিরক্ত হয়ে বললে, ইশশ.....

জুতাটাই নষ্ট!

তুমি আসলেই বুঝলে না আমার অস্তিত্ব!!!

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে