কলহ
প্রকাশ | ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
জাকির আজাদ
আমি শুদ্ধ, ভালো করি
তুমি তাতে মন্দ করো,
আমি হৃদয় হুটহাট খুলি
তুমি পুরো বন্ধ করো।
আমি যখন সজাগ রাখি
তুমি পুরো অন্ধ করো,
আমি গভীর চাপা রাখি
তুমি ঘেঁটে গন্ধ করো।
আমি যেমন শপথ করি
তুমি তাতে ভঙ্গ করো,
আমি যেটা বাতিল করি
তুমি প্রিয় অঙ্গ করো।
আমি যত দূরে সরাই
তুমি তাকে সঙ্গ করো,
আমি যাতে গুরুত্ব দেই
তুমি তাতে রঙ্গ করো।