মোহাম্মদ রফিকুল কাদেরের কবিতা
প্রকাশ | ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
প্রোফাইল পিকচার
আর নয় খুন, নয় অপশাসন-শোষণ,
বন্ধ হোক সমস্ত বঞ্চনা-অবিচার;
এবার থামাও ক্ষরণ লাল শোণিতের-
বিবেকই হোক তোমার প্রোফাইল পিকচার।
বিবেক আজ কোমায়
জ্ঞান এবং বিজ্ঞানের উৎকর্ষতাকে কাজে লাগিয়ে
জ্ঞান-বিজ্ঞানের সুবিধা নিয়ে মানুষ কতই না সুসভ্য দাবি করে
অথচ প্রতিনিয়ত কতিপয় মানুষ ফিরে যাচ্ছে পেছন দিকে পেছন দিনে- আইয়্যামে জাহেলিয়াত পানে
ধর্মকে পুঁজি করে ধর্মীয় বিশ্বাসকে আফিম-ইয়াবার মতো ছড়িয়ে দিয়ে
প্রতিনিয়ত সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে দিচ্ছে সাম্প্রদায়িকতার বিষবাষ্প...
কোন এককালে নিজে ন্যায়বিচার পায়নি বলে নিজের হাতে তুলে নিচ্ছে আইন
বিবেক আর ইন্দ্রিয়ের দ্বার বন্ধ করে শামিল হচ্ছে-
জোর-জুলুম, লুটতরাজ-মামলা-হামলায়
প্রতিরোধ না করে, করছে ব্যক্তিগত প্রতিশোধ, প্রতিহিংসার চর্চা
অভিলাষ- আক্রোশ পরিণত হচ্ছে- জিঘাংসায়।
এমন স্বদেশ, এমন স্বাধিকার, এমন স্বাধীনতা তো চাইনি আমি,
মানুষ যেখানে অনিরাপদ-অরক্ষিত, যেখানে একে করে অপরের অস্তিত্ব বিলীন।
সুশীল তুমি আর কত ঘুমাবে? বিবেক আজ কোমায়
বুদ্ধিজীবিরা প্রতিবন্ধী আজ, জাতি গভীর ট্রমায়।