প্রিয়তমা

প্রকাশ | ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

শাকিলা নাছরিন পাপিয়া
প্রিয়তমা, যুদ্ধের ময়দানে শত্রম্নর আর্তচিৎকার এত মধুর কেন? তোমার কপালের রক্তিম টিপ শত্রম্নর নির্মম বক্ষে এঁকে দেবার শপথে গর্জে ওঠে বলিষ্ঠ হাত আমার। তোমাকে জড়িয়ে ধরার যে আকণ্ঠ তৃষা সে তৃষা লয়ে ছুটে যাই শত্রম্নর পানে। প্রিয়তমা আমার, লড়াইয়ের ময়দানে মরো অথবা মারো এই দৃপ্ত শপথে তোমারই মুখ সমুজ্জ্বল। তোমায় উদ্ধারের আগুন বুকে লয়ে শত্রম্নর পানে ধাবিত আমি ভয়হীন, বাধাহীন একাকার। প্রিয়তমা, প্রিয়তমা, শত্রম্নর বুলেট যখন ছুঁয়ে যায় বুকের মাঝখান নড়ে যায় ধরণী আমার, নিভে আসে পৃথিবীর যত আলো। নাকে তখন চাঁপা ফুলের ঘ্রাণ। পৃথিবীর সব মুখ মুছে গিয়ে একখানা মুখ, একটি হাত একটি শব্দ শুধু উদ্ভাসিত- মা।