শরৎ ও আমি

প্রকাশ | ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

শাহীন ভূঁঞা
এখন কোথায় তুমি? ফোঁটে রঙ, হে প্রিয়ভাষিণী, আকাশ রেখেছে কথা, শপথে শামিল শাদা মেঘ; সুরের সেতার বলে, বলো দেখি, আমি কি বাজিনি? ফুটেছে শিউলি ফুল; মেলাও না তবুও আবেগ। পুরনো শিউলিমালা পড়ে আছে বিছানার পাশে তাতে কি সুগন্ধ লাগে? ছিন্ন ফুল যেন কোনো স্মৃতি। কাশবন জেগে ওঠে হাসে, ভেজা, বাউল বাতাসে- দোল খায় আর তুমি, তুমি ভাঙ তোমারই রীতি। ধোঁয়া ও ফেনার দাগে ভরে আছ কী করে ও হাত? চোখ মেলে চেয়ে দেখি অপব্যয়ী আগুনের শিখা এখনো চুলোয় জ্বলে। ধোঁয়া যেন গন্ধময়। রাত। তুমি কি কামিনি নও, অন্য কোনো এক মানবিকা? প্রকৃতি আমাকে ডাকে ফুলে-নীলে, আমি কি আসিনি, স্নিগ্ধ হয় দেহ মন, তৃপ্ত চোখ, হে প্রিয়ভাষিণী!