আকাশের বুকে মেঘের লেবাস পরে
জমা হলে অদ্ভুত আন্ধার, শুনবে না বৃষ্টির গান।
থেমে গেলে প্রগতির নদী, স্নেহের কলেস্নাল;
মাঠে মাঠে শস্যের কঙ্কাল ছাড়া কিছুই থাকে না।
খসড়া খাতায় মরে যায় স্বপ্নপ্রকল্পসমূহ।