রোববার, ১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১

লজ্জা

মাহবুব দুলাল
  ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
লজ্জা

আমাকে কেউ কিছুই বলেনি,

তাচ্ছিল্য করেনি- তবু

লজ্জা পাচ্ছি আমি-

কী নিদারুণ লজ্জা!

উঠতে লজ্জা, বসতে লজ্জা

হাটতে লজ্জা, ঘরে-বাইরে

লজ্জা পাচ্ছি; যেন এ বিবেকেরই

এক লজ্জা বটে।

আমি তো বঙ্গবন্ধুকে ভালোবাসি

ভালোবাসি শহীদ মুক্তিযোদ্ধাদের

ভালোবাসি বাঙলার এই সবুজ

লতা-পাতা ঘাস, ভালোবাসি সংস্কার

আন্দোলনের শহীদদের; আহতদের।

তবে লজ্জা পাচ্ছি কেন?

লজ্জা পাচ্ছি- তোমার মন্ত্রী

এমপি, ব্যবসায়ীদের কু-কীর্তির

কথা জেনে- রাজনীতি তো

নয়; নয় মানবনীতিরও পরিচয় কোনো।

নিয়তির অমোঘ নিয়মেই ভেঙেছে

তোমার গড়া স্বার্থের শৃঙ্খল

আকাশে সাদা মেঘের ভেলায়

বাতাসে বাতাসের দোলায়

গুলির শব্দ-আর্তনাদ আর আর্তনাদ

এখনো ক্ষণে ক্ষণে ৫ আগস্টের

প্রতিধ্বনি শুনছি, শুনবো- আজীবন জাতিও

শুনবে; স্বপ্নেও আতকে উঠবে- ভয়ে

ও লজ্জায়।

এ দেশের মানুষের ছোট আশা

পূরণে দুরাশা, দিনে ও রাতের

ছায়ায় লড়েছে এক শ্রেণির নিরস্ত্র মানুষ-

ছিল চেপে ধরা

নীরবতা মানবতার কান্না;

শুনতেই পাওনি।

গোধূলী শেষে রাখালের বাঁশির

সুর পৌঁছেনি তোমার কানে-

দিনেও রাতের ছায়া দেখেছে

এ বিস্তীর্ণ জনপদের অসংখ্য মানুষ

বাংলার কষ্টের বাগানে

তোমার প্রতিহিংসার ইতিহাস জেনে

আমি বেশ লজ্জা পাচ্ছি।

কঠিন ঘটনার জন্ম হয় দেশে

প্রতিহিংসার আগুনে শুধু জামায়াত-

বিএনপি পুড়েনি, পুড়েছে জনগণও

সাথে পুড়েছে বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধা,

পুড়েছে শিল্পী, বুদ্ধিজীবী দেশবোদ্ধা।

১৬ বছরের শাসনে ক্রোধ ছিল

ছিল না সম্মান- ছিল লজ্জা,

এখন জেনে বুঝে অন্যদের সাথে

আমিও লজ্জা পাচ্ছি-

লজ্জা পাচ্ছি তোমার বিস্তর ডুবে যাওয়ায়।

আন্দোলনের ট্রমা এখন রাজনীতিতে নেই

ছড়িয়ে পড়েছে জাতি ও সমাজ গড়া

শিক্ষকের মাঝে; ভয়ংকর সে দৃশ্য-

শিক্ষার্থী শিক্ষকের শরীরে তুলেছে হাত

এতে জাতির যায়নি কো জাত-

লজ্জা পাচ্ছি।

এদেশের মানুষের প্রতিদিনের কামনায়

সূঁচ হতে চেয়েছে; কাঁচি নয়।

জাতির পঞ্চাশ বছরে এমন ঘটনা ঘটেনি

জাতির পিতার শোক দিবস পালন হয়নি

বাংলায় এবার; আমি লজ্জা পাচ্ছি

লজ্জা পাচ্ছে জাতির পিতাকে

ভালোবাসে যারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে