শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

আবু হেনা মোস্তফা

কামালের কবিতা
  ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
আবু হেনা মোস্তফা

ভালোবাসা ও প্রেম

জোছনার রং কেমন হলে ভালোবাসা হয় প্রেম?

ভালোবাসা কি প্রেমের পরশ? পরশ পাথর হেম?

জোছনার রং পানির মতো? পানির রংটা কেমন?

আঁধারের রং যেমন হবে, পানির রংও তেমন।

পানি কি আর জোছনা হবে? জোছনা হবে পানি?

সূর্য আলো চাঁদের বমি জোছনা নামেই জানি!

চাঁদের বমি ভালোবাসা, সূর্য আলো প্রেম;

ভালোবাসা প্রেমের পরশ, পরশ পাথর হেম।।

আউলামাড়াই

দেশের ভেতর আউলামাড়াই, ধান্ধা সবার সোঁড়ং আঁড়াই ;

আগে ছিলাম মুরগি কানাই, এখন সবাই রুখে দাঁড়াই!

ত্যাগী এবং তেজি ছিলাম, এখন সেসব দিছি ছুটি;

ভুল করে কেউ ভুল বকিলে, ধরছি চিপে গলা-টুটি!

এখন সবাই প্রতিবাদী, গরম মাথা, মাথার চাঁদি;

ছুঁচি না আর হাগলে কেহই, গোসল ফরজ যদি পাঁদি!

এই না হলো স্বাধীনতা, মুরগি সোঁড়ং আঁড়াই কথা;

আউলামাড়াই, শরীর চাড়াই, চোরের মুখও সরবতা!

রক্তক্ষরণ মিছে

তোমরা কারা? দেখতে মানুষ, বিশুদ্ধ ফুটফুটে!

কোথায় ছিলে? খালে বিলে? আঁধারে ঘুটঘুটে।

অনেক কথাই বলতে পারো, মিষ্টি মধুর সুর,

আগে তোমায় ভাবছি বোবা, বেদনা বিধুর!

দেড় যুগেরও বেশি সময় প্রতিবন্ধীর মতো,

তোমায় দেখে রক্তক্ষরণ, ভাঙছি হৃদয় কত!

এখন দেখি ভাবনাগুলো- যা দেখেছি মিছে;

ধান্দাবাজ আর সুযোগ বুঝে, ঘুরছো তারই পিছে!

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে